ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১০০০ কোটি ডলার চুরি করলো হ্যাকাররা!

সাইবার জালিয়াতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে গত ২ বছরে প্রায় ১০০০ কোটি ডলার হাতিয়ে নিয়েছে বহুজাতিক সাইবার অপরাধীদের একটি গ্রুপ। রাশিয়ান প্রতিষ্ঠান ক্যাসপারস্কি এ কথা জানিয়েছে। তারা আরও জানিয়েছে যে, জালিয়াতির সাথে জড়িত অপরাধীদের ধরতে ইন্টারপোল, ইউরোপোল এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় অভিযান শুরু করেছে তারা। এই ঘটনাকে ‘নজিরবিহীন ডাকাতি’ বলছে তারা।



ক্যাসপারস্কি ল্যাব জানিয়েছে, কারাবানাক নামের সাইবার অপরাধীদের সংগঠনটি গ্রাহক সেজে বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে। তারা নির্দিষ্ট কোনো দেশের নয় বরং বিভিন্ন দেশের নাগরিক। এদের মধ্যে রয়েছে ইউরোপীয়, রাশিয়া, ইউক্রেন ও চীনা নাগরিক।

এসব হ্যাকাররা প্রথমে বিভ্ন্নি ব্যাংক এবং আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীদের ইমেইল অ্যাকাউন্টে ভুয়া মেইল পাঠায়, যার মাধ্যমে কর্মীদের কম্পিউটারগুলোতে বিভ্ন্নি সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। হ্যাকাররা এই প্রতারণা কৌশলকে বলে স্পিয়ার ফাইজিং। এরপর কর্মীদের কম্পিউটার হ্যাক করে বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাজের কৌশল সম্পর্কে জেনে নেয় হ্যাকাররা। এরপর সেই প্রতিষ্ঠানের কর্মী সেজে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় তারা। প্রয়োজনে ওই সব কর্মকর্তার গলার স্বর নকল করে বিভিন্ন জায়গায় ফোন করে টাকা স্থানান্তর বা তুলে নেওয়ার কাজ করেছে হ্যাকাররা।

গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আগে সেই অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়িয়ে দিত হ্যাকাররা। এরপর বাড়তি টাকাটা তুলে নিলেও গ্রাহকরা তাদের আগের ব্যালেন্সই দেখতে পেতেন। ফলে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ব্যাপারটি তারা আর বুঝতে পারতেন না।

এটিএম বুথগুলো বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করেও হ্যাকাররা টাকা তুলে নিয়েছে। এর ফলে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বুথ থেকে স্বয়ংক্রিয়ভাবে হ্যাকারদের কেউ গিয়ে সেই টাকাটা সংগ্রহ করত। ইন্টারপোলের ডিজিটাল ক্রাইম সেন্টারের পরিচালক সঞ্জয় ভিরামানি জানিয়েছেন, ‘অপরাধীরা বেশ শক্তিশালী। তারা যেকোনো সময় যেকোনো সিস্টেম হ্যাক করতে পারে। তাদের ধরতে কাজ করছি আমরা।’

এই ধরণের ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রয়োজনীয় আরও খবর পড়তে ক্লিক করুন:http://www.ntvbd.com/tech

নিয়ে নিন স্কাইপি’র সর্বশেষ ভার্সন সাথে স্কাইপি ভিডিও কল রেকর্ডার এবং স্কাইপি ট্রান্সলেটর।

আসসালামু আলাইকুম, প্রিয় টেকটিউন'স পরিবার, আশা করি, আল্লাহ'র রহমতে ভালোই আছেন। কিছুদিন যাবত একটা পোস্ট করব ভেবেছি, কিন্তু পারি নি। আপনারা সবাই জানেন দেশ বিদেশের যেকোনো জায়গায় ভিডিও কল করার সেরা সফটওয়্যার হচ্ছে "স্কাইপি"। যদিও সাম্প্রতিক সময়ে অ্যারো কিছু সফটওয়্যার জনপ্রিয় হচ্ছে, তবে কেউ ই স্কাইপি কে ছাড়িয়ে যেতে পারে নি। কিন্তু সমস্যা হচ্ছে কিছু দিন যাবত, স্কাইপি'র আগের ভার্সন গুলো কাজ করছে না। যারা কম্পিউটারে স্কাইপি ব্যাবহার করেন, তারা নিচশয় ব্যাপার টা লক্ষ করেছেন। নেট থেকে নামাতে গেলে ও ফুল ভার্সন পেতে কষ্ট হয়। তাই আজকে আমি আপনাদের জন্য একটি ফুল ভার্সন স্কাইপি নিয়ে আসলাম, যেতা পুরপুরিই কায্যকরি। সফটওয়্যার টির প্রোডাক্ট ভার্সন হচ্চেঃ ৬.১৬



ডাউনলোড লিঙ্কঃ http://mylink.us/i6


আপনাদের সাথে আরেকটি মজার ও অনেকের জন্য গুরুত্বপূর্ণ সফটওয়্যার শেয়ার করব। সেটি হচ্ছে স্কাইপি ভিডিও কল রেকর্ডার। এই সফটওয়্যার এর কাজ কি সেটা মনে হয় আর লিখতে হবে না। কথা বলার গুরুত্তপূর্ণ মুহূর্তগুলো রেকর্ড করে রেখে দিতে পারবেন।

এটি একটি প্রতীকী ছবি।

ডাউনলোড লিঙ্কঃ http://mylink.us/i7


আরেকটি কাজের ও অনেক গুরুত্বপূর্ণ সফটওয়্যার হল, স্কাইপি ট্রান্সলেটর। এই সফটওয়্যার দিয়ে আপনি বাংলা ভাষায় লিখে এটাকে আপনার পছন্দ মত ভাষায় ট্রান্সলেট করতে পারবেন। অনেকের অনেক বিদেশী বন্ধু থাকে, যাদের সাথে আপনি ইংরেজিতে খুব ভালো ভাবে হয়তো কথা বলতে পারেন না,তাদের জন্য এই সফটওয়্যার টি খুবই গুরুত্বপূর্ণ। কারন এই সফটওয়্যার এ আপনি বাংলাতে লিখলেই সে এটাকে ইংরেজিতে দেখবে। এই সফটওয়্যার টি এর আগে টিউনার প্রবাসী ভাই টেকটিউন'স এ শেয়ার করেছে। স্কাইপি রিলেটেড বলে আবার শেয়ার করে দিলাম।


এই সফটওয়্যার এর ডাউনলোড লিঙ্কঃ http://mylink.us/i8

সবাইকে অনেক বেশী ধন্যবাদ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন। ইসলামী সঙ্গিতের একটা ব্লগ নিয়ে কাজ করতেছি, আপনাদের সহযোগিতা পেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরনা পেতাম। আমার ব্লগটি হচ্ছে http://www.islamisongit.blogspot.com
Design by MS Design

Powered by Blogger