পাওয়ার বাটনের ব্যবহার না করেই স্ক্রীন অন করুন-মেগা পোস্ট

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৭, ২০১৫ | টিউন বিভাগঃ
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকল এন্ড্রয়েড ফোনের একটি পাওয়ার বাটন থাকে,যার মাধ্যমে স্ক্রীন অন/অফ করা হয়।কিন্তু এই বাটনের অধিক ব্যবহারের ফলে বাটনটি নষ্ট হয়ে যায়।কিছুদিন আগে আমার এক বন্ধুর ফোনের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে।তখন বন্ধুটি আমার কাছে ফোন নিয়ে এসে বলল কি করা যায়?এর সমাধান কি?? আমিও তো চিন্তায় পরে গেলাম।তাই সন্ধানে বের হলাম।গুগলে সার্চ দিতে থাকলাম।

এমন কিছুই কি নেই যার মাধ্যমে পাওয়ার বাটন এর ব্যবহার কমানো যায়?অনেক খোজাখোজির পর একটা এপ পেলাম,এপ টা অনেক ধারুন।এই এপের মাধ্যমে পাওয়ার বাটনের ব্যবহার না করে স্ক্রীন আনলক করা যায়।

এপটার নাম:ভলিউম বাটন আনলকার সাইজ মাত্র ২.৫ এম্বি এই এপের মাধ্যমে ভলিউম বাটন দিয়ে স্ক্রীন আনলক করা যায়।আপনাদের অবস্থা যেন আমার বন্ধুর মতন না হয় তাই আপনাদের জন্য এপ টি নিয়ে হাজির হয়ে গেলাম।এপটি নিচের দেয়া লিংকে থেকে ডাউনলোড করে ফেলুন,আর পাওয়ার বাটন নষ্ট হওয়া থেকে বাচান!এপটি Open করে নিচের ছবির মত সেটিং করে নিন।




Previous
Next Post »

1 টি মন্ত্যব্য:

মন্তব্য করার জন্য এখানে ক্লিক করুন
Muhammad Subel
এডমিন
২০ ফেব্রুয়ারী, ২০১৫ এ ৪:৩৭ AM ×

আমিও তো চিন্তায় পরে গেলাম।তাই সন্ধানে বের হলাম।গুগলে সার্চ দিতে থাকলাম।

উত্তর দিন
avatar
Design by MS Design

Powered by Blogger